ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী শাকিলার ভূমিকায় রিচা চড্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

একদিকে সানি লিওনের বায়োপিক ওয়েব সিরিজ নিয়ে তুমুল হৈ চৈ চলছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে নতুন খবর। জানা গেল- আরও এক পর্নস্টারকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। আর সেই বায়োপিকে অভিনয় করবেন রিচা চড্ডা।

জানা গেছে, ৯০ এর দশকের দক্ষিণের অভিনেত্রী শাকিলার ভূমিকায় অভিনয় করবেন রিচা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দক্ষিণের শাকিলা। এর পরেই তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় অ্যাডাল্ট সিনেমাতে অভিনয় করেন তিনি।
এই বায়োপিকে দেখা যাবে ১৬ বছর বয়স থেকে ক্যারিয়ার শুরু করে কীভাবে তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন সেই কাহিনি।
রিচা চড্ডার অভিনয় আগেও দর্শকদের মুগ্ধ করেছে। তাই বায়োপিকের পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ বেছে নিয়েছেন রিচাকে।
প্রসঙ্গত, এর আগেও দক্ষিণের অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির অভিনেত্রী সিল্ক স্মিতার বায়োপিক হয়েছে। সেই সিনেমাতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন।

সূত্র : এবেলা
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি