ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মল্লিকার যৌন হেনস্থা প্রসঙ্গে মহেশ ভাটের ক্ষোভ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ক্যারিয়ার শুরু হয়েছিল ‘মার্ডার’ সিনেমাটি দিয়ে। মহেশ ভাট পরিচালিত সেই সিনেমার হাত ধরে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন মল্লিকা। সিনেমা তৈরির সময় থেকেই মহেশ ভাটের সঙ্গে ভালো সম্পর্ক মল্লিকার। অভিনেত্রীর যৌন হেনস্থার খবর সামনে আসতেই, তাই তার কড়া নিন্দা করলেন এই ভাট ক্যাম্পের নামী পরিচালক মহেশ ভাট।
সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে মল্লিকার যৌন হেনস্থার খবর প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন মহেশ ভাট। পাশাপাশি ঘটনার কথা জানতে পেরে অবাকও হয়েছেন।

মহেশ ভাট জানান, তিনি যদি জানতে পারতেন যে মল্লিকার সঙ্গে এমন ঘটনা ঘটছে, তাহলে তার জবাব তথনই দিতেন মহেশ।

পাশাপাশি, অভিনেত্রীর প্রশংসা করে তিনি ক্ষোভ প্রকাশ করেন তাদের বিরুদ্ধে যারা মল্লিকার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন।

উল্লেখ্য, মহেশের সঙ্গে মল্লিকার বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। সেখানে এতবড় ঘটনার কথা মহেশের কাছ থেকে কীভাবে এডি়য়ে গেলেন ‘মার্ডার’ এই অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সূত্র : অন ইন্ডিয়া
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি