ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন অতিথির জন্য ৫৬ কোটির ডুপ্লেক্স কিনলেন শাহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:২৪, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আসছে শাহিদ-মীরার দ্বিতীয় সন্তান। তাই এই মুহূর্তে কাপুর ও রাজপুত পরিবারে খুশির অন্ত নেই। তারই মাঝে শাহিদ পত্নী মীরার কাছে এসেছে আরও একটি খুশির খবর। জানা যাচ্ছে মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন শাহিদ কাপুর। যার দাম ৫৫.৬০ কোটি টাকা।

সূত্র বলছে, গত ১২ জুলাই শাহিদ পঙ্কজ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুতের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয়েছে। ৫৫.৬০ কোটি টাকা ছাড়াও সরকারকে আরও ২.৯১ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে শাহিদকে।

ওই অ্যাপার্টমেন্টে শাহিদ কাপুরের প্রতিবেশী আরও দুই বলিউড অভিনেতাও রয়েছেন। ২০১৫ সালের অগস্ট মাসে ওই বিল্ডিং ২৭.৯৪ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। পাশাপাশি অভিষেক বচ্চন ওখানে ৪১.১৪ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। পাশাপাশি ওই অ্যাপার্টমেন্টের ৫০ তলাতে গত মার্চ মাসে ১২০ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। জানা যাচ্ছে ওই অ্যাপার্টমেন্টটি বানিয়েছে ওবেরয় রিয়েলিটি গ্রুপ। ওই থ্রি সিক্সটি অ্যাপার্টমেন্টে মোট দুটি টাওয়ার রয়েছে।

তথ্যসূত্র: জিনিউজ ২৪ ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি