ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে ছুটি কাটাচ্ছেন ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সব সময়ের জন্য ঐশ্বরিয়া রাইয়ের পছন্দের হলিডে ডেস্টিনেশন হলো লন্ডন। আর তাই এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। ঐশ্বর্যার সঙ্গে রয়েছেন অভিষেক বচ্চন।

তাদের দু’জনের একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন ঐশ্বরিয়া। আর ক্যাপশনে লেখা ছিল, ‘লন্ডন ডায়েরিস’। আবার কোনো কোনো ছবিতে সঙ্গে ছিলেন তার বন্ধুরাও। বাবা-মায়ের সঙ্গে রয়েছে ছোট্ট আরাধ্যা।

কিছুদিন আগেই আরাধ্যাকে নিয়ে প্যারিসে ছিলেন তিনি। ফুটবল বিশ্বকাপ জয়ের পর ফ্রান্স দলের দেশে ফেরাটা প্যারিসে বসে উপভোগ করেছিলেন তিনি। এখন আপাতত তার ডেস্টিনেশন লন্ডন।

কাজের জন্য ‘ফ্যানি খান’-এর দিকে তাকিয়ে রয়েছেন ঐশ্বরিয়ার ভক্ত অনুরাগীরা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট মুক্তি পাবে এই ছবি। প্রায় ১৭ বছর পর এই ছবিতে জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া ও অনিল কপূর। ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’-এর হিন্দি ভার্সান হল ‘ফ্যানি খান’।
তথ্যসূত্র: আনন্দবাজার।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি