ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সঙ্গীদের সঙ্গে তৈমুরের খেলার ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

করণ জহরের দুই সন্তান যশ এবং রুহির সঙ্গে ‘প্লে ডেটে তৈমুর। অর্থাৎ যশ এবং রুহির সঙ্গে মজা করে খেলতে দেখা যায় সাইফ, কারিনা-পুত্রকে। খেলতে গিয়ে যশ, রুহিকে বেশ খানিকটা শান্ত দেখা গেলেও, ছটপট করতে শুরু করে তৈমুর। যশ, রুহি এবং তৈমুরের সেই ভিডিও উঠে আসে করণ জহরের ক্যামেরায়।

ভিডিওতে দেখা যায়, বল খুঁজতে ব্যস্ত তৈমুর। হাত, পা ছড়িয়ে ছোট্ট নবাব যখন বল খুঁজতে ব্যস্ত, সেই সময় রুহির যেন ঘুম পেয়ে যায়। অন্যদিকে যশও চুপ করেই বসে থাকে। কিন্তু, নিজের কাজ করে যায় তৈমুর।

২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয়ে তৈমুর আলি খান পতৌদির। জন্মের পর থেকেই সেলিব্রিটি হয়ে যায় তৈমুর। জন্মের পর এক বছর পূর্ণ হলে পতৌদি প্যালেসে পালন করা হয় তৈমুরের প্রথম জন্মদিন। পতৌদি এবং কাপুররাই ছিলেন সেখানে। পরিবার এবং একেবারে ঘনিষ্ঠদের নিয়েই সাইফ, কারিনা ছেলের প্রথম জন্মদিন সেলিব্রেট করেন। জন্মদিনের পাশাপাশি সেখানে বাবার সঙ্গে ঘোড়ায় চড়তেও দেখা যায় তৈমুরকে।

অন্যদিকে সম্প্রতি দুই সন্তানের বাবা হন করণ জহর। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় করণের দুই সন্তান যশ এবং রুহির। করণ জহরের প্রয়াত বাবার নামেই নামকরণ করা হয় ছেলে যশের।

অন্যদিকে, বলিউডের জনপ্রিয় পরিচালকের মায়ের নামের (হিরু) অনুকরণেই রাখা হয় মেয়ে রুহির নাম।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি