ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজ্ঞাপনের শুটিংয়ে শাহিদ-পত্নী মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছেন শাহিদ-পত্নী মীরা রাজপুত। এরই মাঝে প্রথমবার টেলিভিশনের একটি বিজ্ঞাপনের শুটিংও করে ফেলেছেন মীরা।

জানা গেছে, শিশু পণ্যের বিদেশি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।
সূত্রে খবর, বিজ্ঞপনটিতে প্রথমে মীরা ও মিশা দুজনেরই কাজ করার কথা থাকলেও মিশাকে এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না। যশরাজ স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং সেরেছেন মীরা একাই। শুধু তাই নয়, জীবনের প্রথম বিজ্ঞাপনেই চমক দেখিয়েছেন মীরা। তিনি নাকি ১ টেকেই বিজ্ঞাপনটির শুট করে ফেলেছেন। বিজ্ঞাপনের বেশিরভাগ অংশের জন্যই মীরাকে দ্বিতীয়বার টেক দিতে হয়নি। তবে কোনও কোনও ক্ষেত্রে তা দিতে হলেও মীরা তা দিতে একদমই বিরক্তি দেখাননি। সম্পূর্ণ পেশাদার শিল্পীর মতোই বিজ্ঞাপনের শুটিং সেরেছেন মীরা। শাহিদ-পত্নীর এই কাজ নাকি বেশ প্রশংসিতও হয়েছে।

আরও জানা গেছে, বিজ্ঞাপনের শুটিংয়ের সময় মীরার সঙ্গে ছিলেন তার স্বামী শাহিদ কাপুরও। আগামী কয়েকমাসের মধ্যেই টিভির পর্দায় এই বিজ্ঞাপনটি দেখা যবে বলে জানা গেছে।

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি