ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তারকা নয়, অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি : জাহ্নবী কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবী কন্যা জাহ্নবী। কয়েকদিন হলো বলিউডে পা রেখেছেন ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে। শুক্রবার মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা। আর বক্স অফিস রিপোর্ট বলছে শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রথম সিনেমা খুব একটা খারাপ ব্যবসা করছে না। মাত্র দুদিনেই ‘ধড়ক’-এর বক্স অফিস কালেকশন পৌঁছেছে ১৯.৭৫ কোটিতে। যার মধ্যে প্রথম দিন অর্থাৎ শুক্রবার ‘ধড়ক’-এর ব্যবসা ছিল ৮.৭১ কোটি। আর শনিবার  এর ব্যবসা দাঁড়ায় ১১.৪ কোটিতে। অর্থাৎ দুদিনে ব্যবসা দাঁড়েছে ১৯.৭৫ কোটিতে। রবিবার ছুটির দিনেও সিনেমাটি ভালোই ব্যবসা করবে বলে আশা করেছেন ফিল্ম সমালোচকরা।
এদিকে সিনেমাটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলেছে তা জানতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন জাহ্নবী, ঈশান ও পরিচালক শশাঙ্ক খৈতান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন জাহ্নবী। তাকে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন ‘ধড়ক’-এর সাফল্যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে?

এই প্রশ্নের জবাবে জাহ্নবী বলেন, ‘আমি মনে করি না যে আমি তারকা হয়ে গেছি। শুধু এটুকু জানি, আমি একজন অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।’
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি