ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

৫ মিনিটে কিমের আয় ৫০ লাখ ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কিম কারদাশিয়ান মিডিয়ায় ব্যাপকভাবে পরিচিত তার অভিনয় দিয়ে। এবার ব্যবসায় নাম লেখালেন। এখানেই শেষ নয়, পাঁচ মিনিটেই তার ব্যবসা থেকে আয় করেছেন ৫০ লাখ ডলার। 

কিম কারদাশিয়ান নিজেই বের করেছেন একটি সুগন্ধি। বলা হচ্ছে, এর ফলে মাত্র ৫ মিনেটের মধ্যে তিনি আয় করে ফেলেছেন ৫০ লাখ ডলার। এই অর্থের সুঘ্রাণ তিনি সফলতার সঙ্গে নিতে পারছেন।

তিনি মঙ্গলবার বাজারে ছেড়েছেন নিজের পারফিউম। এর নাম দিয়েছেন কিমোজি চেরি, কিমোটি পিচ এবং কিমোজি ভাইভস। প্রতিটি পারফিউমে নিজের নামের প্রথম অংশ যোগ করেছেন। এগুলো বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেন আকাশ ফুঁড়ে মহাশূন্যে পৌঁছে গেছেন কিম। তারকাদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে এমন একটি ওয়েবসাইট জানাচ্ছে, ওই পারফিউমগুলো বিক্রি শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে কিমের কোম্পানি ৫০ লাখ ডলারের মালিক হয়ে গেছে। প্রতি ৬০ সেকেন্ডে কিম হয়ে উঠেছেন ১০ লাখ ডলারের মালিক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি