ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সঞ্জয়ের সঙ্গে মান্যতার জন্মদিনের ভিডিও ভাইরাল!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

৪০ বছরের জন্মদিন পালন করলেন মান্যতা দত্ত। সন্তান এবং পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গেই জন্মদিন পালন করলেন সঞ্জয়-পত্নী। যেখানে সঞ্জয় দত্তের দুই বোনকেও দেখা যায়।

মান্যতা যখন জন্মদিনের কেক কাটছেন, সেই সময় তাঁর পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সঞ্জয় দত্তকে। সেই সঙ্গে ছিল সঞ্জয়-মান্যতার দুই সন্তানও। কেক কাটার পর মাইক্রোফোন ধরে গান গাইতেও দেখা যায় মান্যতাকে। আর তার যোগ্য সঙ্গত দিতে দেখা যায় সঞ্জয় দত্তকে। বেশ কয়েকটি ওয়েবসাইটের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে, সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।     

সম্প্রতি মুক্তি পায় সঞ্জয় দত্তের বায়পিক ‘সঞ্জু’। রাজ কুমার হিরানির পরিচালনায় ইতিমধ্যেই ‘সঞ্জু’ ২০০ কোটির ঘর ছুঁয়ে বক্স অফিসে ব্যবসা শুরু করেছে। ‘সঞ্জু’-তে রণবীর কাপুরের বিপরীতে রয়েছেন দিয়া মির্জা, সোনাম কাপুর, মনীষা কৈরালা, বিকি কৌশল, পরেশ রাওয়াল এবং অনুষ্কা শর্মা।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি