ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারাকে নিয়ে চিন্তায় সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

‘সারার ব্যাপারে আমি নিশ্চিত। বলিউডে ওর ডেবিউ হবে দমদার। এর জন্য আমি একেবারেই চিন্তা করছি না।’ মেয়ে সারা আলি খানের বলিউড ডেবিউ নিয়ে এবার এমনই জানালেন বাবা সাইফ আলি খান।

‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন সাইফ-কন্যা। পরিচালক অভিষেক কাপুরের এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। শুটিং শুরু হওয়ার পর পরই ‘কেদারনাথ’ নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন সারা। এমনকী, আদালত পর্যন্ত ছুটতে হয় তাকে। শেষ পর্যন্ত ‘কেদারনাথ’-এর শুটিং আবার নতুন করে শুরু হওয়ার পর, স্বস্তি পান সারা।

অন্যদিকে শুধু ‘কেদারনাথ’ নয়, এই মুহূর্তে সারা আলি খান ব্যস্ত ‘সিম্বা’ নিয়েও। পরিচালক রোহিত শেঠির এই সিনেমায় রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সইফ-কন্যা। সবকিছু মিলিয়ে বলিউডে প্রবেশের সময়েই সইফ-কন্যা যে পর পর ধামাকা করতে চলেছেন, তা নিয়ে এক প্রকার নিশ্চিত বি টাউনের একাংশ।

শুধু সইফ নন, সারার বলিউড ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত কারিনা কাপুর খানও। বলিউডে পা রাখার সময় সারার যাতে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য নিজে থেকেই ব্যবস্থা করেছেন বেবো বেগম। নিজের মেকআপ আর্টিস্ট পম্পিকেই দিয়েছেন সারার দায়িত্ব। অর্থাৎ, ‘সিম্বা’-র জন্য পম্পি যাতে সারাকে এক্কেবারে ‘পিকচার পারফেক্ট’ করে দেন, নিজের মেকআপ আর্টিস্টকে সেই নির্দেশই দিয়েছেন বেগম সাহেবা। সাইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতার সঙ্গে কারিনার তেমন কোনও সম্পর্ক না থাকলেও, সারার উপর যাতে সেই প্রভাব না পড়ে, তার জন্য সচেষ্ট কারিনা কাপুর খান।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি