ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী সামিয়ার নতুন জীবন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ০০:১২, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

লাক্স সুপারস্টার সামিয়া সাইদ নতুন জীবন শুরু করেছেন। ছোট পর্দার নাটকে অভিনয় করে তিনি প্রিয়মুখ হয়ে ওঠেন। সামিয়ার বরের নাম সাফাত চৌধুরী। সামিয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আর সেখানেই সাফাতের সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে প্রেম। প্রেম থেকে বিয়েতে গড়ায় সম্পর্ক।

সামিয়া বলেন, সাফাত আসলে আমার বন্ধুদের বন্ধু ছিল। পরে আমার বন্ধু হয়। সে পড়ত বিবিএতে। সাফাত আমাকে প্রস্তাব দেওয়ার এক মাসের মধ্যে আকদ হয়ে যায় আমাদের।’

এ বছরের মার্চের ১৮ তারিখে আংটি বদল হয় সাফাত-সামিয়ার। আঙটি বদল করেই থেমে থাকেননি। পরেরমাসেই আকদ সম্পন্ন হয়। এপ্রিলের ১৮ তারিখে আকদ সম্পন্ন হলেও আনুষ্ঠানিকতা বাকি ছিল।

রাজধানীর ফ্যালকন হলে মঙ্গলবার সাফাত-সামিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল। এসময় উভয়পক্ষের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য ২০১২ সালে চ্যানেল আই-লাক্স সুপারস্টার হন সামিয়া। এরপর নাটক ও মডেলিং নিয়েই ব্যস্ত ছিলেন। তবে কমলা রকেট নামে একটি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি