ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ি থেকে পালালেন সোনাক্ষী!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ ছবির ট্রেলার মুক্তি পেল। ডায়ানা পেন্টির জায়গায় এবার ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-তে দেখা যাচ্ছে সোনাক্ষী সিনহাকে। অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিপরীতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল।

‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-র ট্রেলরে দেখা যাচ্ছে, সোনাক্ষী সিনহাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। সোনাক্ষীর অপহরণের পাশাপাশি বাতিল হয়েছে জিমি শেরগিলের বিয়ে। একবারে শেষ মুহূর্তে এসেই বাতিল হয়েছে জিমির বিয়ে। কোনওক্রমে অপহরণকারীকে চোখে ধুলো দিয়ে হ্যাপি অর্থাত সোনাক্ষী সেখান থেকে পালিয়ে যান। কিন্তু, হ্যাপি পালিয়ে যাওয়ার পর পরই জিমিকে অপহরণ করে গুন্ডারা।

ট্রেলারে ডায়ানা পেন্টি এবং আলি জাফরকে দেখা যাচ্ছে একদম শেষ মুহুর্তে এসে। তবে ডায়ানা এবং আলি জাফর আদতে কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ট্রেলর থেকে। দেখুন সেই ট্রেলর... 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি