ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বের শীর্ষ প্রশংসিত নারী অ্যাঞ্জেলিনা জোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:০৪, ২৬ জুলাই ২০১৮

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বের শীর্ষ প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন তিনি। সম্প্রতি বিশ্বের প্রশংসিত ব্যক্তিদের এক তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ইউগভ।

অনলাইনে তারা বাজার বিশ্নেষণসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানটি ৩৫টি দেশের ৩৭ হাজার মানুষের কাছ থেকে ভোট নিয়ে বিশ্বের শীর্ষ প্রশংসিত নারী-পুরুষের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় অ্যাঞ্জেলিনা জোলির নামটি উঠে এসেছে শীর্ষ প্রশংসিত নারী হিসেবে। যার মধ্যে প্রমাণ হয়েছেন অভিনেত্রী হিসেবে তার সুখ্যাতি শুধু হলিউড নয়, পৌঁছে গেছে বিশ্ব জুড়ে।

অন্যদিকে পুরুষদের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেন বিল গেটস। দুনিয়ার সবেচেয়ে বিত্তবান হিসেবেও যার অবস্থান প্রথম কয়েকজনের মধ্যেই।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি