ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রণবীরকে খুদে শিশুর চ্যালেঞ্জ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দু’সপ্তাহ হয়ে গেল। এখনও রমরমা ব্যবসা করছে রণবীর কাপুরের ‘সঞ্জু’। ইতিমধ্যে ফ্যান ভিডিওতে ছেয়ে গেছে সোশ্যাল সাইড। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে এক খুদে নৃত্যশিল্পী তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। স্কুল ইউনিফর্মে সেজেগুজে এক শিশু ‘সঞ্জু’ ফ্যানের ডান্স মুভ দেখিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে। যা রণবীরকেও হার মানাবে।

‘ম্যয় বড়িয়া তু ভি বড়িয়া’ গানের তালে তালে তার নাচ দেখলে চমকে যাবে সবাই। এতটাই মিষ্টি তার নাচ যে ইতিমধ্যেই ১২ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে ওই ভিডিওর।

তবে কে এই খুদে ‘সঞ্জু’ ফ্যান সেটা এখনও জানা যায়নি। ভিডিওটি সম্ভবত তার পরিবারের কেউ রেকর্ড করেছে। অবশ্য এই ভিডিওটি রণবীর কপূর, সঞ্জয় দত্ত অথবা পরিচালক রাজকুমার হিরানির চোখে পড়েছে কি না তা জানা যায়নি। কিন্তু নেটিজেনদের কাছে এখন এই খুদে শিশুটি জনপ্রিয়তায় এক নম্বরে।

 

সূত্র : এবেলা

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি