ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

পামেলার পছন্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৬ জুলাই ২০১৮

হলিউডের ইতিহাসে অন্যতম হট নায়িকা পামেলা এন্ডারসন। বয়স এখন ৫১। কিন্তু এই বয়সেও নিজের শরীরি আবেদন দিয়ে সবাইকে মাত করে রাখেছেন তিনি। ফিটনেস ধরে রাখার জন্য যা যা প্রয়োজন তাই করেন তিনি। এদিকে, সম্প্রতি ডেজেড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালোবাসা ও যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এ সেক্সসিম্বল অভিনেত্রী।

‘বেওয়াচ’ সিনেমাতে তার আবেদনময়ী উপস্থাপনা ও প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ছবি প্রকাশের পর তার কদর বেড়ে যায় দ্বিগুণ। সে সময় অনেক লোভনীয় প্রস্তাবও পান তিনি। কিন্তু তার সব গ্রহণ করেননি।

এদিকে ভালোবাসা ও যৌনতা প্রসঙ্গে পামেলা বলেন, আমি যৌনতা পছন্দ করি। তবে, একসঙ্গে কয়েকজনের সঙ্গে যৌনতা কিংবা গ্রুপ সেক্স আমার তেমন পছন্দ নয়। সত্যি বলতে প্রেমহীন যৌনতা আমি উপভোগ করি না। কারণ, যৌনতার সঙ্গে মনের মিলন না ঘটলে বিষয়টি শতভাগ হয় না। তাই আমি জীবনে ভালোবেসে তবেই যৌন সম্পর্কে পা বাড়িয়েছি।

সূত্র : ডেজেড ম্যাগাজিন

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি