ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিনেমা ছেড়ে টেলিভিশনে হুমা কোরাইশী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হলেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী হুমা কোরাইশী। হঠাৎ সিনেমা ছেড়ে টেলিভিশনে অংশগ্রহণ করায় স্বাভাবিকভাবে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

উত্তরে তিনি বলেন, ‘অনেক টাকা পেয়েছি তাই রাজি হয়েছি।’ যদিও উত্তরটি স্রেফ মজা করে দেওয়া, তা বুঝতে উপস্থিত কারোরই অসুবিধা হয়নি। হুমা মূলত বাচ্চাদের একটি রিয়েলিটি শোতে অংশ নিতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হন।

‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’-এ ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রের বদলে তাকে দেখা যাবে।

হুমা বলেন, ‘সোনালি আমার ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়াতে ওর আবেগঘন বার্তা দেখেছি। মনেপ্রাণে বিশ্বাস করি ওর মতো পজিটিভ মেয়েই পারবে ক্যান্সারের সঙ্গে লড়াই করে নতুনভাবে জীবন শুরু করতে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি