ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩০ কেজি স্বর্ণের লেহেঙ্গা পরে কারিনার চমক    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরেছেন কারিনা কাপুর! এক ফ্যাশন শোতে নিজেকে একবারে সোনায় মুড়িয়ে নিলেন কারিনা। সোনালি রঙের এ লেহেঙ্গার, ওজনও তেমন। সেটি পরেই মঞ্চে আসেন গোল্ডেন গার্ল কারিনা। ডিজাইনার গাউনের কথা আগেও শুনেছেন। সেগুলো অসম্ভব সুন্দর, তবে এত ভারি পোশাকে কীভাবে স্বচ্ছন্দ থাকেন নায়িকারা।   

করিনা নিজে অবশ্য বলছেন, তার জন্য সুন্দর দেখাটাই প্রধান। এর জন্য কোন কিছু করতে তিনি পিছপা হবেন না। তাই ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরেই র‍্যাম্পে হাঁটলেন কারিনা। কুড়িয়ে নিলেন অসংখ্য হাততালি।

এই পোশাক পরেই র‍্যাম্প মাতালেন কারিনা। গোল্ডেন লেহেঙ্গায় ঝলসে উঠল মঞ্চ। হওয়াটাই স্বাভাবিক, কারণ সুন্দরের পূজারি কারিনা। সর্বদাই তার স্টানিং লুক! তিনি যে পোশাকই পরুন না কেন, সবকিছুতেই সুপার হিট।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি