ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

৫৪ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে বিতর্কে অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৮ জুলাই ২০১৮

৫৪ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ব্রিগিটা নেইলসেন। এই ঘটনার ফলে বেশি বয়সে সন্তান জন্মদানে অনেকেই উৎসাহিত হতে পারে বলে, এমন আশঙ্কা থেকেই সমালোচিত হচ্ছেন নেইলসেন।

গত জুনমাসে এই সন্তানের জন্ম দেন নেইলসেন। এরপর থেকেই তিনি সমালোচকদের জবাব দিত হচ্ছে । পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নেইলসেন বলেন, ‘কিছু নারী মনে করেন আমি অনেক বৃদ্ধা হয়ে গেছি। আমার আর বাচ্ছা নেওয়া ঠিক হবে না। কিন্তু ৬০ থেকে ৭০ বছর বয়সী কতজন পুরুষের বিরুদ্ধে আমরা এ অভিযোগ শুনি যে, তারা এত বেশি বয়সে প্রথম সন্তানের বাবা হচ্ছেন।’

‘আমি আমার নিজেকে সম্মান করি, প্রত্যেকের উচিত নিজেকে সম্মান করা। এটা আমাদের ব্যক্তিগত জীবন। আমি আর আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত এটি। ২০০৬ সালে নেইলসেন ম্যাটি দেসিকে বিয়ে করেন। এর প্রায় ১২ বছর পর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন নেইলসেন। তাদের প্রথম সন্তানের নাম ফ্রিডা।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি