ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আবারও শুরু হতে যাচ্ছে আলোচিত সেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা। গত বছর ২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বিতর্কিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসর। সেদিন চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের। পরে এভ্রিলের বিরুদ্ধে বিয়ে করে তথ্য গোপন করার অভিযোগ উঠলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

সেই ঘটনার পর অনেকেই ধরে নিয়েছিলো আর হয়তো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করা হবে না। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘চিন্তার কিছু নেই। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা অবশ্যই হবে। ঘোষণাও আসছে।’

জানা গেছে, আগস্ট থেকে শুরু হবে নাম নিবন্ধন। তবে যাবতীয় কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে।

গত বছর ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। সেরা চল্লিশ পর্যন্ত পৌঁছান তিনি। কিন্তু বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় তুলে নেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লার।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি