ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টেলিফিল্মে নায়ক ইলিয়াস কাঞ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

লতিফ একজন জুনিয়র আর্টিস্ট। তাকে ঘিরেই নির্মিত হয়েছে ‘জুনিয়র আর্টিস্ট লতিফ’ নামক একটি টেলিফিল্ম। এটি রচনা পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এই টেলিফিল্মে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি নায়ক ইলিয়াস কাঞ্চন হিসেবেই এতে অভিনয় করেছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সুমন আনোয়ারের কথা আমি বিভিন্ন জনের কাছে শুনেছি, তিনি ভালো কাজ করেন। এবারই প্রথম তার নির্দেশনায় অভিনয় করেছি। জুনিয়র আর্টিস্ট লতিফ’র গল্প ভাবনাটা ভালো লেগেছে।’

টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘একটি নাটক, টেলিফিল্ম বা চলচ্চিত্র সংশ্লিষ্ট ইউনিটের প্রত্যেকের আন্তরিক অংশগ্রহণেই চূড়ান্ত রূপ নেয়। ‘জুনিয়র আর্টিস্ট লতিফ’ টেলিফিল্মটির মধ্যদিয়ে আমি এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করছি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন আফরান নিশো। আর ইলিয়াস কাঞ্চন ভাই অভিনয় করেছেন তার নিজের চরিত্রে। এছাড়া এই টেলিফিল্মে আহসান হাবিব নাসিম প্রযোজকের চরিত্রে এবং মৌসুমী হামিদ অভিনয় করেছেন প্রধান সহকারী পরিচালকের চরিত্রে। আগামী ঈদে বাংলাভিশনে ‘জুনিয়র আর্টিস্ট লতিফ’ প্রচার হবে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি