ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ৩০ জুলাই ২০১৮

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ঘুরে বেড়ানোর কিছু ছবি ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, হলিউড সাইনকে ফ্রেমে রেখে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। কালো রঙের ওয়ান পিসের ওপর রঙিন ফুলেল অ্যাম্ব্রয়ডারির কামিজ পরে মার্কিন চলচ্চিত্রের সিনেমাপাড়া হলিউডে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। যুক্তরাষ্ট্রে পূর্ণিমার ঘুরে বেড়ানোর সঙ্গী হিসেবে আছেন টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস।

এদিকে গত শনিবার বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএএলএ) আয়োজিত ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন পূর্ণিমা। সেখান তাকে দেয়া হয়েছে ‘লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন’ সনদ। পূর্ণিমা ছাড়াও সেই অনুষ্ঠানে একই সনদ পেয়েছেন প্রিয়া ডায়েস, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব, সুরকার ইমন সাহা প্রমুখ।

আগামী ২ আগস্ট ঢাকায় ফিরবেন পূর্ণিমা।

উল্লেখ্য, দীর্ঘদিন বিরতির পর সম্প্রতি ‘জ্যাম’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিছুদিন আগেই ঢাকায় জমকালো আয়োজনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি