ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের নাটক নিয়ে ব্যস্ত মেহজাবীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:১৪, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দর্শকনন্দিনী এ অভিনেত্রী নাটক, টেলিছবি ও মডেলিংয়ে নিজ প্রতিভার সাক্ষর রেখেছেন। উৎসবে তাঁর নাটকে এক অনন্য আগ্রহ সৃষ্টি করে দর্শকদের মাঝে। বিশেষ করে ঈদের নাটকে তাঁর সরব উপস্থিতি সবার নজর কাড়ছে।

আগামী ঈদের নাটক, টেলিছবির কাজ ইতোমধ্যেই শুরু করেছেন মেহজাবীন চৌধুরী। এরই ধারাবাহিকতায় `ওগো বধূ সুন্দরী` নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। নাটকটিতে অপি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, `এবারই প্রথম হিমেল আশরাফ ভাইয়ের পরিচালনায় অভিনয় করছি। সবমিলিয়ে কাজটি বেশ ভালো লেগেছে। গল্পটার প্রেক্ষাপটে অনেক গভীরতা রয়েছে। আশা করছি সবমিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে।`

মেহজাবীন সম্প্রতি লন্ডনে মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। আর কিছুদিনের মধ্যেই শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ান, আশফাক নিপুণসহ আরও বেশ ক`জন নাট্য নির্মাতার নাটক-টেলিছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।

মেহজাবীন বলেন, গেল ঈদে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত `বুকের বাঁ পাশে` নাটকটি দিয়ে দর্শকদের বেশ সাড়া পেয়েছি। আশা করছি এবারও ভালো কিছু নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিতে পারব।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি