ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাস্তার এই প্রতিযোগিতাকে তারা মজা হিসেবে নিচ্ছে: বুবলী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ২ আগস্ট ২০১৮

রোড এক্সিডেন্টে ২৯ জুলাই দুই শিক্ষার্থী নিহতের জেরে রাজপথে নেমে এসেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সাধারণ এসব ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে চলা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। 

ঢাকাই ছবির নায়িকা শবনম বুবলীও জানালেন, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হওয়া দরকার। তিনি বলেন, ‘বাংলাদেশ স্বল্প সময়ে অনেক উন্নতি করেছে। এত ছোট দেশ হয়েও মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, পদ্মা সেতুর মতো বড় প্রকল্প হচ্ছে। মেট্রোরেলের মতো প্রজেক্ট শুরু হয়েছে। এমন সময় সড়ক দুর্ঘটনার মতো ঘটনাও হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।’  

বুবলী বলেন, ‘আমরা যখন নিজেরা গাড়ি করে যাই, ড্রাইভার গাড়ি চালায়, তখন আতংকে থাকি, কখন যে কী হয়! আমার মনে হয় এ বিষয়ে আমাদের সবার সচেতন হতে হবে। নিয়ম কানুম যেমন হতে হবে তেমনি, নিয়ম সবাইকে মানতে হবে। এখন কিন্তু রাস্তার পাশেও মানুষ নিরাপদ না, কারণ বাস এখন রাস্তার পাশে মানুষ হাঁটার রাস্তাতেও উঠে যাচ্ছে।’

সড়ক দুর্ঘটনায় প্রিয়জনের মৃত্যুকে মেনে নেওয়া যায় না উল্লেখ করে বুবলী বলেন, ‘বাসের সাথে বাসের যে প্রতিযোগিতা তা কিন্তু তারা নিছক মজা হিসেবে নিচ্ছে। অথচ এই মজার কারণে মানুষ তার জীবন হারাচ্ছে। নিজেদের ক্ষণস্থায়ী একটা মজার জন্য মানুষের জীবন নিয়ে খেলছে। তারা মজা করে মানুষ মারছে, কারণ তারা জানে এটার কঠিন কোনো বিচার হবে না। যে কারণে একের পর ঘটনা ঘটেই যাচ্ছে।’

তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচাতে আজ শিশুরা রাস্তায় নামছে। তারা কিন্তু নিজের জীবনের পরোয়া করছে না। তারা চাইছে এর একটা সমাধান হোক। আমার মনে হয় এখনই বিষয়টির সমাধান হওয়া উচিত। আমাদের আশপাশের অনেক অনুন্নত দেশও কিন্তু এখন সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ করে দেশ স্বাধীন করা একটা জাতি আমরা, আমরা কেন রাস্তায় বাসের নিচে চাপা পড়ে মারা যাব?’

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি