ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আমি অবৈধ সন্তান : মহেশ ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৫০, ২ আগস্ট ২০১৮

নামের শেষে ‘ভাট’ উপাধি থাকলেই বলিউডে জায়গা পেতে যথেষ্ট। কিন্তু এই ‘ভাট’ উপাধির পেছনে রয়েছে এক ইতিহাস। নিজের নামের শেষের উপাধিটি মহেশের জোটেনি বাবার থেকে। এক অন্ধকারময় অতীত রয়েছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে মুখ খুললেন মহেশ ভাট। জানালেন, তিনি এক মুসলিম মায়ের অবৈধ সন্তান। তার মা-এর মুখে শুনেছিলেন বাবা তার নাম মহেশ রাখতে বলেছিল। ছেলেবেলায় দিনের পর দিন তিনি বাবার জন্য অপেক্ষা করেছেন। ভেবেছেন বাবা এসে একদিন তাকে মহেশ বলে ডাকবে। কিন্তু সেদিন তার জীবনে কখনও আসেনি। তাই বাবা কী জিনিস! বাবার ভূমিকা জীবনে কেমন হয়! তা কোনওদিন বোঝেননি তিনি।
তবে তিনি বলেন, ‘বাবার নাম আমি মায়ের মুখে শুনেছি। তার নাম ছিল নানাভাই ভাট। কিন্তু মহেশের জন্মের পর তার ও তার মায়ের কোনও দায়িত্বই নাকি নেননি নানাভাই। আমি জানি না বাবা কী জিনিস। বাবার কোনও স্মৃতিই নেই আমার।’
একই সঙ্গে এদিন পরিচালক তথা প্রযোজক বলেন, ‘বাবার জন্যই আমি কোনওদিন মায়ের আশা অনুযায়ী ভালো ছেলে হতে পারিনি।’
এমনকি তার কথায়, মায়ের পছন্দ মতো কোনও কাজই নাকি জীবনে করতে পারেননি তিনি। আর এজন্য অন্ধকার অতীতকে পরোক্ষভাবে দায়ী করেছেন মহেশ ভাট।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি