চলচ্চিত্রে চমকের অপেক্ষায় জ্যোতিকা জ্যোতি
প্রকাশিত : ১০:৪৮, ৪ আগস্ট ২০১৮
জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। যদিও তিনি ছোটপর্দার অভিনেত্রী, তবে বড় পর্দায়ও নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে জ্যোতি ব্যস্ত রয়েছেন বড় পর্দায়। আগের তুলোনায় ছোটপর্দায় কাজ কমিয়ে দিয়েছেন তিনি। কারণ গতানুগতিক ধারার কাজ আর করতে চান না। এরই মধ্যে দু’টি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন অভিনেত্রী। এর মধ্যে একটি সিনেমা কলকাতার এবং আরেকটি দেশীয়।
চলতি বছরে জ্যোতি শেষ করেছেন কলকাতার ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ সিনেমার কাজ। প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এ সিনেমাতে জ্যোতি অভিনয় করেছেন রাজলক্ষ্মী চরিত্রে। আর শ্রীকান্তর চরিত্রে তার বিপরীতে আছেন হৃতিক চক্রবর্তী।
অন্যদিকে সরকারি অনুদানের ‘মায়া- দ্য লস্ট মাদার’ এর শুটিং শেষ করেছেন। এ সিনেমার প্রধান চরিত্রে কাজ করছেন তিনি।
এদিকে জ্যোতি বর্তমানে কেবল বড় পর্দা নিয়েই ভাবছেন। আর্ট কিংবা বাণিজ্যিক সিনেমা প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমার কাছে চলচ্চিত্র মানে চলচ্চিত্রই’। সেটা যে কোনো ধরনের হতে পারে। আমার কাছে গল্প, নির্মাণ ও চরিত্রটাই মুখ্য। আমি এখন পর্যন্ত কেবল অফট্র্যাকের সিনেমাতেই কাজ করেছি। সামনে হয়তো বাণিজ্যিক ধারার সিনেমাতেও আমাকে পাওয়া যাবে। তবে সব কিছু মনের মতো হলেই বাণিজ্যিক সিনেমাতে কাজ করবো। ভালো বাণিজ্যিক সিনেমা হলে আমি করতে আগ্রহী।
‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ সিনেমা প্রসঙ্গে জ্যোতি বলেন, সিনেমার কাজ শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় আছি। ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ একটি ঐতিহাসিক গল্পের সিনেমা। এ সিনেমাতে রাজলক্ষ্মীর চরিত্রে কাজ করাটা ছিলো চ্যালেঞ্জিং। আমি এর জন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছি। আমি আমার পক্ষ থেকে শতভাগ উজাড় করেই কাজ করেছি। বাকিটা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে দর্শকরা বিচার করবেন।
এদিকে জ্যোতি মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘মায়া- দ্য লস্ট মাদার’র কাজ শেষ করেছেন। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি। তার বিপরীতে রয়েছেন প্রাণ রায়। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।
এটি নিয়ে জ্যোতি বলেন, এ সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। একজন গ্রামের তরুণীর জীবনযুদ্ধের কথা উঠে আসবে এ চলচ্চিত্রে। এটি করতে গিয়ে আমি যেন সত্যি সত্যি মায়া বনে গিয়েছিলাম। গ্রামের তরুণীর সাজসজ্জা, জীবনযাত্রা এসব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিছুদিন। আমি মনপ্রাণ দিয়ে এ সিনেমার কাজটি করেছি। এ সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।
এসএ/