ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এই প্রথম একসঙ্গে নাটকে সুবর্ণা-শমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৪ আগস্ট ২০১৮

নাট্যাঙ্গনের প্রিয় মুখ সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সার। এর আগে কখনোই টিভি নাটকে একসঙ্গে দেখা যায়নি তাদের। সম্প্রতি বদরুল আনাম সৌদের গল্পে এবং আরিফ খানের নির্দেশনায় এই দুই শিল্পী প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন। ‘যাত্রাপথের গল্প’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।

নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার বদরুল আনাম সৌদ বলেন, ‘আমরা বেশিরভাগ সময়ই মানুষের বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করি, যা একেবারেই সঠিক নয়। আবার দাম্পত্য জীবনে যখন বন্ধুত্ব থাকে না, তখন সে জীবন শুধুই দাম্পত্য জীবন হয়ে ওঠে। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ।’
নাটকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নাটকটির গল্প সুন্দর। যেহেতু গল্পের প্রয়োজনে ট্রেনের মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে, তাই সবাইকে অনেক শ্রম দিয়ে ধৈর্য ধরে কাজটি করতে হয়েছে। শমী তো এখন অভিনয় করে না বললেই চলে। তারপরও সে এই নাটকটি অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস খুব ভালো একটি নাটকই হচ্ছে যাত্রাপথের গল্প ‘

শমী কায়সার বলেন, ‘সুবর্ণা আপার সঙ্গে মঞ্চে অভিনয় করেছি। কিন্তু কখনও টিভি নাটকে অভিনয় করা হয়ে ওঠেনি। বিষয়টি যখন দু’জনই ভাবলাম তখন বেশ অবাকই হলাম। তবে কয়েকবার একসঙ্গে কাজ করানোর চেষ্টাও করেছেন বেশ ক’জন নির্মাতা। অবশেষে আরিফ খানের নির্দেশনাতেই কাজটি করা হলো। গল্পটা এক কথায় চমৎকার। সুবর্ণা আপাকে দেখে দেখেই অভিনয়ে আসার অনুপ্রেরণা পাই এবং একসময় অভিনেত্রীও হয়ে উঠি। তাই তার সঙ্গে প্রথম টিভি নাটকটিও স্মরণীয় হয়ে থাকবে।’

আসছে কোরবানির ঈদে এটি প্রচার হবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি