ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের নাটকে অপি করিম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ৪ আগস্ট ২০১৮ | আপডেট: ০০:০৩, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আসছে ২২ শে শ্রাবণ। দিনটি উপলক্ষে বিশেষ নাটক ‘নিশীথে’ নির্মীত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা রওনক হাসান। এই নাটকে তিনি অভিনয়ও করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এই নাটকের মাধ্যমে অনেকদিন পর তিনি অভিনয়ে ফিরছেন।         

নাটকটি প্রসঙ্গে রওনক হাসান বলেন, “এটি একটি মানবিক সম্পর্কের গল্প। সংসারের টানা-পোড়েন স্বামী-স্ত্রীর বিশ্বাস এবং সংসার-ধর্ম এসব নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়। এ নাটকের গল্পটা সমসাময়িক। রবীন্দ্রনাথের গল্পগুলোই এমন, যা রূপান্তরের প্রয়োজন হয় না। আশা করছি, দর্শক এ নাটকটি উপভোগ করবেন।”   

অপি ও রওনক ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে নাটকটি ৬ আগস্ট রাত ৯টা ৫মিনিটে প্রচার হবে।  

এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি