রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘ল্যাবরেটরি’
প্রকাশিত : ০৮:৩১, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৫৬, ৬ আগস্ট ২০১৮
নন্দকিশোর বাবু ব্যবসায়ী মানুষ হলেও নিজ আগ্রহে গড়ে তোলেন একটি ল্যাবরেটরি। পাঞ্জাবে ব্যবসায়িক কাজে গিয়ে পরিচয় হয় সোহিনী নামে এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে ভালোলাগা এবং বিয়ে। তাদের একটি মেয়ের জন্ম হয়, নাম নীলা। কিছুদিন পর নন্দ বাবু মারা গেলে ল্যাবরেটরির সকল দায়িত্ব এসে পরে সোহিনীর কাঁধে। এ নিয়ে মা-মেয়ের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘ল্যাবরেটরি’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি প্রচার হবে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এসএ/