ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা হলেন আমব্রিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৪৪, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মা হলেন জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। শনিবার  দিবাগত রাতে ফেসবুকে কন্যাসন্তানের ছবি শেয়ার করে তিনি জানান, ২৩ জুন কানাডার একটি হাসপাতালে কন্যা তাহজিব আমায়া চৌধুরীর জন্ম হয়েছে। এত দিন ব্যস্ত থাকায় সুখবরটি ভক্তদের জানাতে পারেননি। তিনি ও সন্তান—দুজনই ভালো আছেন।

উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর বিয়ে করেন আমব্রিন। বর তৌসিফ হাসান চৌধুরী কানাডাপ্রবাসী। টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। বিয়ের পর সেখানেই থেকে যান আমব্রিন।

ওই সময় তিনি বলেন, ‘নতুন জীবন পার করছি। খুবই ভালো লাগছে। এই মুহূর্তে মিডিয়ায় ফিরতে চাই না। ঠিকমতো সংসারটা উপভোগ করতে চাই।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি