শিল্পীদের বিভ্রান্তি না ছড়াতে ‘অভিনয় শিল্পী সংঘ’র অনুরোধ
প্রকাশিত : ১৭:৪০, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৪১, ৬ আগস্ট ২০১৮
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট না দেয়ার জন্য শিল্পীদের প্রতি অনুরোধ জানিয়েছেন `অভিনয় শিল্পী সংঘ`র সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। দেশের চলমান পরিস্থিতিতে কোনও রকম যাচাই ছাড়া কোনো ধরনের পোস্ট শেয়ার না করার জন্যও তারা আহ্বান জানিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে তারা জানান, বর্তমানে নিরাপদ সড়ক চাই যে আন্দোলন তা যৌক্তিক এবং আমরা অভিনয় শিল্পীরা এর সঙ্গে আছি। আমরা অভিনয় শিল্পীরা অনেকেই ব্যাক্তিগতভাবে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানিয়েছি।
তারা আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কোমলমতি ছাত্রছাত্রীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ায় কৃতজ্ঞতা জানাই। অভিনয় শিল্পী সংঘ একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত সব অভিনয় শিল্পীদের বিশেষভাবে অনুরোধ জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও রকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করার জন্য।
এসি