ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুক্তি পেল ‘লাভরাত্রি’র ট্রেলার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০০, ৭ আগস্ট ২০১৮

বহুদিন ধরে গসিপের শিরোনামে ছিল সালমান খান প্রযোজিত সিনেমা ‘লাভরাত্রি’। কারণ সিনেমার নাম নিয়ে তৈরী হয়েছিল নানান জটিলতা। নতুন করে আবারও শিরোনামে এই সিনেমার নাম। বহু প্রতিক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে ‘লাভরাত্রি’ সিনেমার ট্রেলার।
প্রসঙ্গত, এই সিনেমার মধ্যে দিয়েই বলিউডে অভিষেক ঘটতে চলেছে সুশ্রুত এবং মনীশার। সিনেমার কাহিনী অনুযায়ী দু’জন একে অপরের প্রেমে পাগল। তাদের দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়েই তৈরি চিত্রনাট্য। সিনেমা জুড়ে কেবল গুজরাটের ছোঁয়া। গুজরাটি নাচ গরবা থেকে শুরু করে, ডান্ডিয়া উৎসব। এসবের মাঝে সুশ্রুত এবং মনীশার প্রেম। টিজারের কিছু অংশে দেখা গেছে বিদেশেও গরবায়ে মেতেছে হিরো হিরোইন। বিদেশের ওলিতে গলিতে গুজরাটি কায়দায় নিজেদের ভালোবাসার জাদু ছড়াচ্ছেন তারা।

ট্রেলারে ওয়ারিনা এবং আয়ুশের মধ্যে রম্যান্সের ছড়াছড়ি। আয়ুশের দিকে ওয়ারিনার দৃষ্টি। সব কিছুতেই প্যাশনের ছোঁয়া। সব মিলিয়ে রোম্যান্স, ড্রামা মিলে মিশে একাকার। ট্রেলারে আরেকটি দারুণ বিষয় হচ্ছে, হিরো হিরোইনের প্রতিটি কস্টিউমই গুজরাটি স্টাইলের। তবে গুজরাটির সঙ্গে ওয়েস্টার্নের ছোঁয়াও রয়েছে। ওয়ারিনা এবং আয়ুশকে একসঙ্গে বেশ ভালোই মানিয়েছে।


‘লাভরাত্রি’ সিনেমাতে সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে। কারণ ট্রেলারে যে গানটি শোনা গেছে তা নিয়ে ইতিমধ্যেই হৈ চৈ পড়ে গেছে। সিনেমার পরিচালনায় রয়েছেন অভিরাজ মিনাওয়ালা। সঙ্গীত পরিচালনা করেছেন তনিশ্ক বাগচি। প্রযোজনায় থাকছেন সালমা খান। এ বছর ৫ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
উল্লেখ্য, কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। আর তারপর থেকেই খানিক কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গিয়েছিলেন সালমান খান। বিশ্ব হিন্দু পরিষদ সালমানকে হুমকি দিয়েছিলেন সিনেমার নামকরণের জন্য। তাদের মতে নবরাত্রি উৎসবকে অপমান করা হয়েছে। সিনেমার নাম ‘লাভরাত্রি’ দেওয়া উচিত হয়। এমনকি তারা এটিও ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালমানকে প্রকাশ্যে চর মারতে পারবে তাকে ৫ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে। আর যে সিনেমার সেটকে নষ্ট করবে তাকে ২ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে। তবে এখন সব কিছুকে উপেক্ষা করেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি