ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টারজানের অবয়বে হিরো আলম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৮ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:৪৭, ৮ আগস্ট ২০১৮

আশরাফুল আলম, ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই তার পরিচিতি। এরপর আলোচনা, সমালোচনা ও বিতর্ক। এর মধ্যে দিয়েই এগিয়ে চলছেন তিনি। এরইমধ্যে ‘মারছক্কা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামনে আরেকটি চলচ্চিত্রে কাজ করার কথাও শোনা যাচ্ছে। তবে এবার ইউটিউবের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন হিরো আলাম। এর নাম ‘টারজান দ্য হিরো আলম’। ইতিমধ্যে এটির ট্রেলার প্রকাশ হয়েছে।

যেখানে হিরো আলমকে দেখা গেছে টারজানের অবয়বে।

এ বিষয়ে হিরো আলম বলেন,  আমাকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের প্রস্তাব দেওয়া হয়। এরপর রাজী হয়ে গেলাম। এখানে টারজানের চরিত্রে অভিনয় করেছি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরও চরিত্রে কাজ করতে চাই।

এখানে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন রুবিনা, অমি রুবেলসহ অনেকে। এটি পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি