ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাক অভিনেত্রীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:০৩, ৯ আগস্ট ২০১৮

পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা রেশমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে৷ দেশটির খাইবার পাখতুনখাওয়ায় নৌসেরা কালান এলাকায় রেশমাকে গুলি করা হয়৷ অভিযোগ, রেশমার ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় তার স্বামী৷

জানা যায়, রেশমা অভিযুক্তের চতুর্থ স্ত্রী৷ স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পর হাকিমাবাদে নিজের ভাইয়ের সঙ্গে ছিলেন রেশমা৷ বাড়ির দরজা খুলতেই রেশমার ঘরের দিকে চলে যায় অভিযুক্ত৷ ঘুমন্ত রেশমার উপর পর পর গুলি চালানোর পর জানালা দিয়ে চম্পট দেয় বলে জানাচ্ছেন রেশমার ভাই৷ গোটা ঘটনার তদন্তে পুলিশ৷ এখনও অভিযুক্তের নাম জানা যায়নি৷

উল্লেখ্য, খাইবার পাখতুনখাওয়ায় এই নিয়ে ১৫জন নারী শিল্পীকে খুন করা হল৷ ফেব্রুয়ারি মাসে ৩ তারিখ একইভাবে স্টেজ আর্টিস্ট সুনবুলকে খুন করা হয়৷ বন্ধুদের সঙ্গে রাত পর্যন্ত পার্টি করা ছিল অপরাধ৷ মানা করা সত্ত্বেও নাকি সুনবুল পার্টিতে যান৷ আর সেই কারণেই তাকে গুলি করে খুন করে স্বামী৷ পাস্তু গান গেয়ে বিখ্যাত হন রেশমাও৷ পাশাপাশি সিনেমাতেও অভিনয় করতেন৷ পাকিস্তানি ছবি ‘জোবালা গলুনা’ অভিনয় করে কয়েকদিন আগেও প্রশংসা কুড়িয়েছিলেন রেশমা৷ বার বার নারী শিল্পীদেরকে টার্গেট করে খুন বাড়ছে খাইবার পাখতুনখাওয়া এলাকায়, যা প্রশাসনের গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বলেই মনে করা হচ্ছে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি