ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ বাইশ বছর পর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আসছে কোরবানির ঈদের জন্য নির্মিত একটি টেলিফিল্মে দুজনকে এক সঙ্গে দেখা যাবে তাদের। টেলিফিল্মের নাম ‘ভুলে ভরা গল্প’। আর এর মাধ্যমে দীর্ঘ বাইশ বছর পর একসঙ্গে আবারও অভিনয় করেছেন তারা।
টেলিফিল্মটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ ও পরিচালনা করেছেন আরিফ খান। এর গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এটি একেবারেই বিনোদননির্ভর কমেডি গল্প। ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বড় হওয়া কয়েকজন মানুষ একত্রিত হলে কী হতে পারে তা এ টেলিফিল্মে দেখানোর চেষ্টা করা হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘একটি ভালো গল্প, গুণী নির্মাতা ও শিল্পীদের সমন্বয়টা যখন ভালো হয়, তখন আমি অভিনেতা হিসেবে উচ্ছ্বসিত থাকি। কারণ তখন আমার মনে হয় সব মিলিয়ে একটি ভালো কাজ হবে। এই টেলিফিল্মটির ক্ষেত্রেও তাই হয়েছে।’
মৌসুমী বলেন, ‘আফজাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ বাইশ বছর পর অভিনয় করেছি, এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার, আনন্দের। টিভি নাটকে তিনি আমার অন্যতম প্রিয় অভিনেতা। মানুষ হিসেবেও তিনি অনন্য। সবচেয়ে বড় কথা আফজাল ভাই অনেক অভিজ্ঞ একজন অভিনেতা, নির্মাতা। ধন্যবাদ নির্মাতা আরিফ খানকে এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

টেলিফিল্মটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নির্মাতা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি