ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইন্দিরা গান্ধীর ভূমিকায় বিদ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:২৮, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সাংবাদিক সাগরিকা ঘোষের লেখা ‘ইন্দিরা : ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইমমিনিস্টার’ বইটি অবলম্বনে তৈরি হতে যাচ্ছে নতুন একটি ওয়েব সিরিজ। যেখানে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে।

উল্লেখ্য, রনি স্ক্রুওয়ালার সঙ্গে বিদ্যাও এই সিরিজের অন্যতম প্রযোজক। সাগরিকা ঘোষের লেখা বইটিতে মূলত জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেই সময়ে সঞ্জয় গান্ধীর সঙ্গে ইন্দিরার সম্পর্ক তথা সঞ্জয় গান্ধীর জীবনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়। পাশাপাশি তৎকালীন সময়ে রীজনীত ও ধর্ম মেরুকরণ কোন পর্যায়ে ছিল তাও তুলে ধরা হয়েছে বইটিতে। দেশের লৌহকন্যা হিসাবে ইন্দিরা গান্ধীকে তুলে ধরা হয়। আর সেই সমস্তদিকই এবার উঠে আসবে ওয়েবের পর্দায়। এই সিরিজ তৈরির আগে প্রথমে জানা গিয়েছিল যে এই গল্পটি নিয়ে ফিল্ম তৈরি করা হবে। তবে পরে জানা যায় যে গল্পটিতে ফিল্ম তৈরির মত উপাদান নেই। তাই এটিকে ওয়েবের পর্দায় আনা হবে। তবে এই ওয়েব সিরিজ কতগুলো সিজন ধরে চলবে তা নিশ্চিত নয়।

সূ্ত্র : অন ইন্ডিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি