ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার সালমানকে না করলেন হিনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অনেকদিন আগেই সালমান অভিনীত ‘ভারত’ সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছেন হলিউড সালমানের ওই সিনেমার চেয়েও বড় প্রজেক্ট পেয়েছেন তিনি। এবার আরও এক অভিনেত্রী সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ারে রাজি হলেন না। তিনি টেলিভিশন তারকা হিনা খান।
নিজের প্রথম মিউজিক ভিডিও ‘ভাসুদি ইন দিল্লি’র প্রচারের জন্য ‘দম কা দম’ অনুষ্ঠান থেকে ডাক পান অভিনেত্রী হিনা খান। কিন্তু তিনি রাজি হননি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। যেখানে অনিল কাপুর থেকে শুরু করে বলিউডে নামী তারকারা অংশ নিয়েছেন, সালমানের সঞ্চালিত সেই বিখ্য়াত শো ‘দস কা দম’ অনুষ্ঠানে কেন হিনা অংশ নিতে চাইলেন না তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হিনা।
হিনা জানাচ্ছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি সেখানে যাচ্ছেন না। খুব স্পষ্ট করে বলতে গেলে, হিনা তার সোশ্যাল মিডিয়া পোস্ট -এ জানিয়েছেন যে , তার প্রাক্তন ‘বিগবস’ সহযোগী শিল্পা শিন্ডে ওই অনুষ্ঠানে যাওয়ায় তিনি আর সালমানের ‘দশ কা দম` -এ যেতে চাননি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি