ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জন্মদিনেও কাজে ব্যস্ত সাইফ কন্যা সারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:৫৫, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

১২ অগস্ট, রবিবার। সাইফ-অমৃতা কন্যা সারা আলি খানের জন্মদিন। নিজের ২৩ বছরের এই জন্মদিন সেলিব্রেট করছেন তিনি। তবে এবারের জন্মদিনটা সারার কাছে একটু অন্যরকম। অন্যান্য বছরের মতো এবার আর তার জন্মদিনে আলাদা করে বাড়িতে কোনও পার্টি করা হচ্ছে না। এ দিনেও সারা কাজের মধ্যে ব্যস্ত।
খুব শীঘ্রই মুক্তি পাবে সারার দুটি বলিউড সিনেমা। একটি অভিষেক কাপুরের পরিচালনায় তৈরি সুশান্ত সিং রাজপুতের ‘কেদারনাথ’। অন্যটি করণ জোহরের প্রযোজনা সংস্থার ও রোহিত শেট্টির পরিচালিত ‘সিম্বা’। আজ জন্মদিনে ‘সিম্বা’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সারা। যদিও এদিন কোনও শুটিং নেই, কিন্তু ‘সিম্বা’র একটি গানের নাচের অনুশীলনের ব্যস্ত থাকবেন সাইফ কন্যা।
সারার এক ঘনিষ্ঠ ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এবছর সারা জন্মদিন একটু অন্যভাবেই কাটাবে। প্রত্যেক বছর জন্মদিনে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে ছোট খাটো সেলিব্রেশন করে সারা। তবে এবার সারা সিম্বার একটি গানের অনুশীলনে ব্য়স্ত থাকবে। খুব শীঘ্রই সিম্বার ওই গানটির শুটিং রয়েছে। তাই সারাকে খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। সারার কাছে এই গানটি ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও সিম্বার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এদিন সারাকে ছুটি নিতে বলা হয়েছিল। তবে সারা চায়নি।
সূত্র : হিন্দুস্থান টাইমস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি