ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে নারীর জন্য অর্জুনের সংসারে বিচ্ছেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

২০ বছরের দাম্পত্য জীবন ভেঙে বেরিয়ে এসেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বেশ কিছুদিন আলাদা থাকার পর মেহর জেসিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে জানান অর্জুন। এর মধ্যেই নাকি আবারও প্রেমে পড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মডেল, তথা অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। অনেকেই এখন প্রশ্ন তুলেছে- তবে কি এই নতুন সম্পর্কের করণেই বিচ্ছেদ হয়েছে অর্জুনের?
শোনা যায়, গত বছর আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয় গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী দূত ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়ণের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই তাদের আলাপ।

আরও শোনা যায়, এক সময় সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। গত সপ্তাহেই মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে এই জুটিকে।
বলিউডের একটা অংশের মতে, অর্জুন-গ্যাব্রিয়েলা বন্ধু। ফলে একসঙ্গে ডিনারে যেতেই পারেন। আবার অন্য একটা অংশের মতে, তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বে আটকে নেই।
উল্লেখ্য, একটা সময় অর্জুনের সঙ্গে সুজান খানের বিশেষ সম্পর্ক নিয়েও জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। শোনা যায়, তার জন্যই নাকি হৃতিক-সুজানের বিচ্ছেদ হয়েছিল। যদিও কোনও গসিপ নিয়েই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন।
সূত্র : আনন্দবাজার
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি