ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রম্ভার যে ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘ঘরওয়ালি বাহারওয়ালি’ সিনেমায় অনিল কপুরের দুই নায়িকাকে মনে পড়ে? একজন রবিনা টন্ডন। আর একজন? রম্ভা। তারই বেবি শাওয়ারের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০১০-এ পেশায় ব্যবসায়ী ইন্দ্রকুমারকে বিয়ে করেন রম্ভা। তাদের সাত ও তিন বছরের দুই মেয়ে রয়েছে। ফের সন্তানসম্ভবা রম্ভা। বেবি শাওয়ারে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে তার নাচের ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে বিনোদন জগত্ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রম্ভা। টরেন্টোতে পরিজনদের সঙ্গে থাকেন তিনি। ‘বন্ধন’, ‘কিউ কি ম্যায় ঝুট নেহি বোলতা’র মতো ছবিতে অভিনয় করেছেন রম্ভা। হিন্দি ছাড়াও দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও রম্ভার অভিনয় প্রশংসিত হয়েছে। এমনকি ‘রিফিউজি’, ‘দাদা’র মতো বাংলা ছবিও রয়েছে তার কেরিয়ারে। তবে আপাতত জমিয়ে সংসার করতে চান তিনি। সে জন্যই সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি