ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের জন্য ভাষা শিখছেন নোরা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খানের ভারত ছবিতে অভিনয় করছেন নোরা ফাতেহি। তার আগে ‘সত্যমে জয়তে’ ছবির ‘দিলবার’ গানে কোমর দুলিয়ে আলোচনায় আসেন এ নায়িকা। এবার সালমানের সহযোগি নায়িকা হিসেবে তাকে দেখা যাবে। আর জন্য নিজের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে স্প্যানিশ ভাষা শিখছেন মরোক্কান ও কানাডিয়ান বংশোদ্ভূত নোরা।   

এই সুন্দরী শিগগিরই ‘ভারত’ ছবির শুটিং-এ অংশ নিতে মালটা যাবেন। জানা যায়, ছবিতে তাঁর চরিত্রটি বেশ মজার। ছবিতে এই আগুনঝরা তারকা ল্যাটিনার চরিত্রে অভিনয় করবেন। ওই চরিত্রে নিখুঁতভাবে অভিনয় করতে স্প্যানিশ ভাষার কোর্স শুরু করেছেন।

নতুন ভাষা শেখার এই আনন্দময় মুহূর্ত নিয়ে নোরা ফাতেহি বলেছেন, ‘হ্যাঁ, আমার এক স্প্যানিশ বন্ধুর কাছে ভাষাটির বেসিক কোর্স শুরু করেছি। ইংরেজি উচ্চারণে কীভাবে স্প্যানিশ বলতে হয়, সেসব আমাকে শেখাচ্ছে। তা ছাড়া ছবিতে আমার দৃশ্যে ব্যবহৃত প্রাত্যহিক স্প্যানিশ শব্দগুলোও আয়ত্তে আনানোর চেষ্টা করছে সে।’

ভারত ছবির শুটিংয়ের জন্য অসাধারণ সব লোকেশন ঠিক করা হয়েছে। ইউরোপের দেশ মালটা ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ ছবির শুটিং হবে। তা ছাড়া ভারতের পাঞ্জাব ও দিল্লি তো আছেই। আলী আব্বাস জাফর পরিচালিত ভারতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, টাবু ও সুনীল গ্রোভার।

ছবিটি প্রযোজনা করছে অতুল অগ্নিহোত্রীর রিল লাইফ প্রডাকশন প্রাইভেট লিমিটেড ও ভূষণ কুমারের টি-সিরিজ। ২০১৯ সালে সিনেমাটি মুক্তি পাবে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি