ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শাইখ সিরাজের ‘রাজাধিরাজ রাজ্জাক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৭ আগস্ট ২০১৮

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে প্রথম বায়োপিক। ৯০ মিনিট ব্যাপ্তির এই বায়োপিকটির নাম ‘রাজাধিরাজ রাজ্জাক’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
২১ আগস্ট ঢাকার সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। ঈদ উৎসবের ডামাডোলের পূর্বেই আজ বিকাল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামের এই চিত্রগাথা। রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এ বায়োপিকটি নির্মাণে হাত দেন।

রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত শাইখ সিরাজ বলেন, ‘যখন স্কুলে পড়ি, গুলশানে রাজ্জাকের বাড়ি তৈরি হচ্ছিল। বাড়িতে সুইমিং পুল ছিল। সেটা দেখতে গিয়েছিলাম। বড় হয়ে এগুলো মনে করে নস্টালজিক হয়ে পড়ি। মনে হলো, রাজ্জাকের ওপর একটি তথ্যচিত্র বানাই। যেহেতু সুযোগ আছে, কেন বানাব না!’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি