ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজপেয়ির মৃত্যুতে শোকে মুহ্যমান শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে একের পর এক আবেগঘন টুইট।

অমিতাভ বচ্চন থেকে শুরু করে লতা মঙ্গেশকর, ‘ভারত রত্নে’র মৃত্যুতে কার্যত ভেঙে পড়েন তারা। এ থেকে বাদ যাননি ‌শাহরুখ খানও।
বাজপেয়ীর অন্ধ ভক্ত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি জানান, যখন ছোট ছিলাম বাবা আমাকে তার ভাষণ শোনাতে নিয়ে যেতেন। সে থেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়া।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা তুলে ধরেন শাহরুখ।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথাও উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, অটল বিহারী বাজপেয়ীকে ‘বাপজি’ বলেও সন্মোধন করতেন বলে জানান শাহরুখ খান।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি