ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও নজর কাড়লেন ঝুমা বৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাঙালি মেয়ে মোনালিসা এখন বেশ পরিচিত মুখ। বিগ বস-১০ এ অংশ নেওয়ার পর থেকেই তার এই পরিচিতি। এরপর ‘দুপুর ঠাকুরপো’-২ এর ‘ঝুমা বৌদি’র ভূমিকাতেও বেশ নজর কেড়েছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। বর্তমানে হিন্দি ধারাবাহিক ‘নজর’-এ অভিনয় করছেন মোনালিসা।

সম্প্রতি শুটিংয়ের ফাঁকে হাবি বিক্রান্ত রাজপুতের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন মোনালিসা। আর সেখানেই কালো বিকিনিতে ফের একবার ‘হট’ অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল সাইটে ভক্তদের জন্য সেই সব ছবিও শেয়ার করেছেন মোনালিসা।
ইতিমধ্যে সোশ্যাল সাইটে ছড়়িয়ে পড়েছে মোনালিসার সেই ছবি। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।
তবে শুধু ভোজপুরি, হিন্দি, বাংলাতেই নয়, কন্নড়, তেলেগু, তামিল, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন মোনালিসা।

প্রসঙ্গত, বিগ বসে থাকাকালীনই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। বিগ বসের ঘরেই মোনালিসা বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বিক্রান্তকে। শো চলাকালীনই  বিক্রান্তকে বিয়ে করে বসেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।
তবে শুধু ‘বিগ বস’ই নয়, বিক্রান্ত ও মোনালিসা এর আগে ‘নাচ বলিয়ে’ শো-তেও অংশ নিয়েছিলেন।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি