ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমিতাভ বচ্চনের জীবনে গুরুত্বপূর্ণ চার নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড কিংবদন্তি শাহেনশাহ অমিতাভ বচ্চন। দীর্ঘ অভিনয় জগতের বিভিন্ন সময় তিনি পাশে পেয়েছেন কয়েকজন নারীকে। নিজের জীবনে যাদের অবদানের কথা স্বীকার করলেন অভিনেতা। জানালেন, তার জীবনের চার গুরুত্বপূর্ণ নারীর কথ। সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করে সবাইকে জানান দিলেন এই চার নারীর ভূমিকা তার জীবনে বেশ গুরুত্বপূর্ণ। সেই চার নারী হচ্ছেন- স্ত্রী জয়া বচ্চন, কন্যা শ্বেতা, নাতনি নভ্যা নভেলি নন্দা এবং জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি।
অমিতাভ তার টুইটার হ্যান্ডেলে স্ত্রী, মেয়ে ও নাতনির বিশেষ অবদানের কথা উল্লেখ করেছেন তিনি।
এ ছাড়া শাশুড়ি ইন্দিরা ভাদুড়ির কথাও আলাদা করে উল্লেখ করলেন ভারতীয় এ বর্ষীয়ান অভিনেতা।

যদিও ছবিতে অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চনকে দেখা যায়নি। তবে জীবনের প্রতিটি সফলতায় মা তেজি বচ্চনের ভূমিকাও ছিল অনন্য। আর সে কথা প্রকাশ্যে অনেকবারই বলেছেন অমিতাভ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি