ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াংকার বিয়েতে আলিয়ার চোখে জল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সব গুঞ্জনের অবসান ঘটেছে। সব আলোচনা শেষ। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাসের বাগদান পর্ব হয়ে গেলো। মুম্বাইয়ে প্রিয়াংকার বাসায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন সমাপ্ত হয়েছে।
বিয়ের এই আয়োজনে তারকাদের উপস্থিতিতে মুখরিত ছিল প্রিয়াংকার বাড়ি। ওই অনুষ্ঠানে অন্যান্যের মত উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাটও।
প্রিয়াংকার বাসার সামনে গিয়ে নিজের গাড়ি থেকে নামেন আলিয়া। কিন্তু গাড়ি থেকে নামার আগে তাকে কাঁদতে দেখা যায়। কান্নার সেই দৃশ্য ভিডিও আকারে প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কার বাড়িতে ঢোকার আগে গাড়ির মধ্যে বসে রয়েছেন আলিয়া। কাউকে সরে যেতে ইঙ্গিত করছেন। সেই সময় তাকে চোখ মুছতেও দেখা যায়। তবে এই কান্না আসলে বড় কিছু নয়, হয়তো চোখের কোনে হালকা পানি অথবা ময়লা অনুভব করে নায়িকা চোখের কোনে আঙ্গুল দিয়ে মুছে ফেলার চেষ্টা করেছেন।

দেখুন সেই ভিডিও :


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি