ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী সোনমকে প্রেমের প্রস্তাব দিলেন লোকেশ রাহুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। হঠাৎই আলোচনায় উঠে এসেছে তার নাম। পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছে এই ক্রিকার। যা নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে রিতিমত তোলপাড় শুরু হয়েছে।
পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় নায়িকা সোনম। বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সোনম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘সূর্যাস্তের দৃশ্য দেখছি এবং তোমার কথা মনে পড়ছে।’  সঙ্গে ‘লাভ’ ইমোজি জুড়ে দেন তিনি।
আর সেখানেই কমেন্ট করেন রাহুল। তিনি লেখেন- ‘শুধু মাত্র একটা ফোন কলের দূরত্বে রয়েছি।’

তার মন্তব্যে হুমড়ি খেয়ে পড়েছে সোনম ভক্তরা। মুহূর্তেই রাহুলের এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। এর আগে রাহুল একবার আলোচনায় আসেন এলিক্সির নাহারের সঙ্গে সম্পর্ক নিয়ে। বলিউড অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গেও তার ডেটিংয়ের ছবি ভাইরাল হয়েছিল। এবার প্রেমের প্রস্তাব দিয়ে নতুন করে আবার আলোচনায় আসেলেন রাহুল।
সূত্র : টাইমস নাউ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি