ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

নিকের জুতো চুরি করবেন পরিণীতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা-নিক, বলিউডে এই মুহূর্তে এই দুই নামই ঘোরাফেরা করছে৷ বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে শিলমোহর দিলেন প্রিয়াঙ্কা এবং নিক জোনাস৷ দুই সেলেব্রিটির বিয়ে নিয়ে জোর তোড়জোড় চলছে বলিপাড়ায়৷ আর এই প্রস্তুতির মধ্যে নিকের শালি আধি ঘরওয়ালি পরিণীতি চোপড়াও প্ল্যান করে ফেলেছেন কিভাবে চুরি করা যায় হবু জামাইবাবু নিকের বিয়ের জুতোজোড়া৷

আসলে, সোশ্যাল মিডিয়াতেই পরিণীতিকে প্রশ্ন করা হয়েছে, তিনি কি নিকের জুতো চুরি করবেন বিয়েতে? উত্তরে পরিণীতি সাফ জানিয়ে দিয়েছেন, নিশ্চয়, তিনি এই বিষয় নিয়ে নিকের সঙ্গে ডিল করাও শুরু করে দিয়েছেন যার সাক্ষী স্বয়ং প্রিয়াঙ্কা৷

বহুদিন ধরেই হলি-বলি জুড়ে গুঞ্জন চলছিল প্রেম করছেন নিজ জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সেকথা নিজেদের মুখে স্বীকার করেননি তাঁরা। তবে না বলেও তাঁদের গতিবিধিতেই বুঝিয়ে দিয়েছিলেন অনেক কিছু। কিন্তু এখন দেশিগার্লের বিদেশিবউ হওয়ার খবর কনর্ফাম। রোকা-এনগেজমেন্টের পর খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে পিগি-নিকের৷

এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি