ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়ললিতার বায়োপিকে ‘আম্মা’ চরিত্রে কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বায়োপিকে মজেছে বলিউড। বহুদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে,তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার ওপর তৈরি হবে বায়োপিক। তবে কে এই বায়োপিকে জয়ললিতার চরিত্রে অভিনয় করবে তা নিয়ে চলছিল জলঘোলা।

সূত্রের খবর, এই ছবিতে জয়ললিতার চরিত্রের জন্য ভাবা হয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অথবা অনুষ্কা শেট্টি, এই দুটো নাম। অন্যদিকে এমজিআর-এর চরিত্রের জন্য কমল হাসান অথবা মোহনলালকে, অন্তত সূত্র এমনটাই বলছে।

প্রসঙ্গত, আম্মার বায়োপিক হলে কাকে দেখা যাবে তাঁর চরিত্রে? একটি সাক্ষাৎকারে সিমি গারেওয়ালের সঙ্গে এই নিয়েই আলোচনা করেছিলেন জয়ললিতা। সাক্ষাৎকারে আম্মা বলেছিলেন তাঁর চরিত্রে তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে চান।

সাক্ষাৎকারটিতে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বলিউডে কোন অভিনেত্রী তাঁর চোখে সবথেকে সুন্দরী। উত্তরে ঐশ্বর্যেরই নামই নিয়েছিলেন জয়ললিতা। এখন দেখার কোন পরিচালক জয়ললিতার বায়োপিক তৈরি করার উদ্যোগ নেন। জয়ললিতার স্বপ্ন সত্যি করে ঐশ্বর্যকেই তাঁর চরিত্রে দেখা যায় কি না সেটাই দেখার।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি