ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ে নিয়ে গুঞ্জন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চলতি সময়ে বলিউডের সমস্থ জল্পনা-কল্পনা এখন দীপিকা-রণবীর সিং এর বিয়েকে নিয়ে। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে তারা। রণবীর-আলিয়ার প্রেমের সম্পর্ক সবার জানা। সাবেক প্রেমিকার মতো দ্রুতই কি তাহলে গাঁটছড়া বাঁধবেন রণবীর কাপুরও? এ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর তাদের বিয়ে নিয়ে গুঞ্জনকে ‘বানানো কাহিনি’ বলে কটাক্ষ করেছেন।

তাদের বিয়ে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে ‘শো বিজনেসের অংশ’ বলেছেন রণবীর। আলিয়ার সঙ্গে তার যে প্রেমের সম্পর্ক রয়েছে, সেটা অবশ্য অকুণ্ঠ চিত্তে মেনে নিয়েছেন তিনি।

এদিকে রণবীর জানিয়েছেন, তিনি বিয়ের ব্যাপারে কোন ‘প্ল্যানিং’-এ বিশ্বাস করেন না। তার মতে, বিয়ের কোনও সঠিক বয়স হয় না। কেবল মাত্র মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ে করা যায়।

তিনি বলেন,‘‘ব্যাপারটা এমন নয়, যে আমি এখন ৩৫, তাই এবার বিয়েটা সেরে ফেলা দরকার।’’

বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আপাতত ‘প্রেমের জোয়ারে’ ভেসে যাওয়াতেই মন রণবীরের। সেই সঙ্গে প্রাক্তন প্রেমিকার বিয়ের খবরেও বিচলিত হতে রাজি নন তিনি।

কেআই/ এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি