ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আন্টি’ উপাধি পেলো আমিশা প্যাটেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কহো না প্যায়ার হ্যায় সিনেমাতে ঝড় তুলেছিলেন। অনেক সম্ভাবনাও মাথাচাড়া দিয়ে উঠেছিল তাকে ঘিরে। ঝুলিতে পর পর বেশ কিছু সিনেমাও এসে পড়ে। নাম-ডাক-ব্যাংক ব্যালেন্স স্বল্প সময়ে সবই হয়। কিন্তু তারপর! রঙিন দুনিয়া থেকে একেবারে হাওয়া। তবে আবারও একবার শিরোনামে আমিশা প্যাটেল।
অগস্টের শুরুতে তিনি সুবি স্যামুয়েলের সঙ্গে একটি ফটোশ্যুট করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন আমিশা। কিন্তু ছবির প্রশংসা না পেয়ে ভাগ্যে জুটল ‘আন্টি’ উপাধি! আমিশাকে এই বলেই ট্রোল করেছে অনেকে। আবার কেউ কেউ সরাসরি বলেছে ফ্লপ। যদিও কিছু কিছু ভালো কথাও তার মধ্যে এসে পড়ে।
তবে আমিশার সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে একটি ফটোশ্যুট করিয়ে ট্রোলড হয়েছিলেন তিনি। সে সময় বেডশিটে নিজেকে জড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তা। এই ছবিকে ঘিরে তার বয়স এবং লাইমলাইটে থাকার প্রচেষ্টা নিয়ে বহু আলোচনা হয়েছিল। আবার একটি বিকিনি শ্যুট নিয়েও ট্রোলের শিকার হতে হয় তাকে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি